About Skill Up BD It
Skillup BD It তে আপনাকে স্বাগতম । এটি একটি বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ
অনলাইন লাইভ লার্নিং প্লাটফর্ম। Skillup BD It অনলাইন জগতে বাংলাদেশের একটি অন্যতম ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। যা বর্তমানে অনলাইনের মাধ্যমে
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী অর্জন করেছে ফ্রিল্যান্সিং শিক্ষা এবং তাদের ঘরে বসে ইনকাম করার সুযোগ।
সবার আগে গুনগতমান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য,আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়া।
বর্তমানে ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে Internet ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তবে কাজ করার জন্য অবশ্যই এক বা একেরঅধিক Skill এ বিশেষ পারদর্শী হতে হবে। Skills গুলোর মধ্যে Data Entry Skill সবচেয়ে সহজ এবং জনপ্রিয়।
Skillup BD It থেকে Data Entry Basic to Advance Level Course শেষ করা শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং সেক্টরে লিডিং রোল প্লে করছে।
এতো আইটি সেন্টারের মধ্যে আমাদের কেন বেছে নিবেন?
→ আমাদের রয়েছে দক্ষ টিম যারা 100% সাপোর্ট দিতে সার্বক্ষণিক
প্রস্তুত।
→ লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও প্রদান।
→ মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত
থেকে অনলাইন ক্লাস করার সুযোগ।
→ লাইফটাইম এক্সেস এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
লাইফ টাইম সাপোর্ট:
→ সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওয়েবসাইট থেকে সাপোর্ট প্রদান
করা হয়।
→ হট লাইন নাম্বারে অফিস টাইমে যোগাযোগ করার সুযোগও রয়েছে।
আমাদের লাইভ কোর্সে কি কি পাচ্ছেন
• কোর্স মডিউল
ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য মানসম্পন্ন কোর্স মডিউল রয়েছে।
• প্রশ্নোত্তর পর্ব
প্রতিটি ক্লাসের শেষে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রয়েছে।
• টিচার্স প্যানেল
টপ রেটেড ফ্রিল্যান্স্যারদের নিয়ে গঠিত টিচার্স প্যানেল।
• রেকর্ড ক্লাস
লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস ভিডিও প্রদান।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে অথবা আমাদের ফেইসবুক পেইজে।